About BPATC

A Home of Nation Builders

A centre committed to excellence and a premier regional hub dedicated to provide effective, inclusive and self-mandated and bespoke training for civil servants, the Bangladesh Public Administration Training Centre (BPATC), is the apex public sector training institute in Bangladesh-meeting the challenges of the 21st century.

Details

 

প্রতিশ্রূত সেবাসমূহ

ক্রমিক  নং

 

সেবা নাম

 

সেবা প্রদান পদ্ধতি

 

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

প্রশিক্ষণ কোর্স সম্পর্কে অবহিতকরণ

ক. ট্রেনিং ক্যালেন্ডার প্রস্তুত করে বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকযোগে/ইমেইলে প্রেরণ এবং  ওয়েবসাইটে আপলোড করার মাধ্যমে।

খ.প্রতিটি প্রশিক্ষণ কোর্স শুরুর ন্যুনতম ১ সপ্তাহ পূর্বে সংশ্লিষ্ঠ কোর্সে মনোনীত প্রশিক্ষণার্থীকে ডাকযোগে/ইমেইলে ওয়েলকাম লেটার প্রেরণ।

গ. টেলিফোন/ইমেইলে চাহিদা প্রাপ্তির সাথে সাথে  টেলিফোন/ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কোর্স সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে অবহিতকরণ।

পত্র/ইমেইল/টেলিফোনে আবেদন

বিনামূল্যে

১ ঘণ্টা

 

শামীম আদনান

সহকারী পরিচালক (কর্মসূচি)

০১৮৪৩০৫৬৫৮২

sadnan2000@gmail.com

এবং

সংশ্লিষ্ট কোর্সের কোর্স ব্যবস্থাপনা টিম

গবেষণা পরিচালনায় সহায়তা

(কেন্দ্র বহির্ভূত গবেষক কর্তৃক)

 

ক. বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত বিষয়সমূহের উপর গবেষণা প্রস্তাব আহবান।

খ. গবেষণা প্রস্তাবসমূহ যাচাই-বাছাইকরণ।

গ. গবেষণা প্রস্তাব গ্রহণ

১. নির্ধারিত বিষয়সমূহের উপর গবেষণা প্রস্তাব

২. গবেষণা প্রতিবেদন

বিনামূল্যে

গবেষণা প্রস্তাব আহবানের বিজ্ঞপ্তি অনুযায়ী

ড. মোঃ মোরশেদ আলম

উপপরিচালক (গবেষণা ও উন্নয়ন)

০১৫৫২৬০২০৫৬

৭৭৪৫০১০-১৬ mmapatc@hotmail.com

গবেষণা প্রতিবেদন প্রকাশ

জার্নাল প্রকাশের মাধ্যমে (অনলাইন/প্রিন্ট কপি)

প্রযোজ্য নয়

বিনামূল্যে

৬ (ছয়) মাস

বার্ষিক প্রতিবেদন বিতরণ

 

ক. বার্ষিক প্রতিবেদন প্রস্তুতপূর্বক চাহিদা অনুযায়ী ডাকযোগে/বাহক মারফত/ইমেইল/ওয়েবসাইট এর মাধ্যমে প্রেরণ

 

১.  গবেষণা অধিশাখায় রক্ষিত চাহিদা ফরম  

বিনামূল্যে

তাৎক্ষণিক

(মজুদ থাকা সাপেক্ষে)

মোহাম্মদ মামুন

ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা

০১৯১২১৪৬৪০৭

mamun235@gmail.com

প্রবন্ধকারদের কপি প্রদান (সংশ্লিষ্ট প্রবন্ধের লেখক)

ক. লেখা প্রকাশিত হওয়ার পর সরাসরি/ ডাকযোগে/বাহক মারফত প্রেরণ

প্রযোজ্য নয়

বিনামূল্যে

৭ (সাত) কর্মদিবস

মোহাম্মদ নজরুল ইসলাম

সহকারী প্রকাশনা কর্মকর্তা

০১৫৫২৩২২৩৮৫

৭৭৪৫০১০-১৬ (৪১৮৬)

প্রকাশনা বিক্রয়

(ব্যক্তি)

ক. প্রাপ্ত চাহিদা অনুসারে সরাসরি/ ডাকযোগে/বাহক মারফত প্রেরণ

প্রযোজ্য নয়

বিজেপিএ = ১৮০ টাকা,

লোক-প্রশাসন পত্রিকা = ১৬০ টাকা নগদ

তৎক্ষণাৎ (মজুদ থাকা সাপেক্ষে)

মোহাম্মদ নজরুল ইসলাম

সহকারী প্রকাশনা কর্মকর্তা

০১৫৫২৩২২৩৮৫

৭৭৪৫০১০-১৬ (৪১৮৬)

ডুপ্লিকেট নম্বরপত্র প্রদান

ক. সংশ্লিষ্ট ব্যক্তির পরিচালক (মুল্যায়ন) বরাবর আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরিচালক (মুল্যায়ন)-এর স্বাক্ষরে প্রতিলিপি প্রদান

সাদা কাগজে আবেদন পত্র

২০০ টাকা কেন্দ্রের অর্থ অধিশাখায় নগদ জমা প্রদান

৩ (তিন) কর্মদিবস

জাকিয়া সুলতানা

উপপরিচালক (মুল্যায়ন-২)

০১৯৬৪৯২০৭৮৯

০২২২৪৪৪২০৮০-৮৬

Js33ju@gmail.com

 

ডুপ্লিকেট সনদপত্র প্রদান

ক. সংশ্লিষ্ট ব্যক্তির পরিচালক (মুল্যায়ন) বরাবর আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরিচালক (মুল্যায়ন)-এর স্বাক্ষরে প্রতিলিপি প্রদান

 

সাদা কাগজে আবেদন পত্র

২০০ টাকা কেন্দ্রের অর্থ অধিশাখায় নগদ জমা প্রদান

৩ (তিন) কর্মদিবস

উত্তরপত্র পুনঃপরীক্ষা

ক. কোন প্রশিক্ষণার্থী অকৃতকার্য হলে বা কোন প্রশিক্ষণার্থীর আবেদনের প্রেক্ষিতে অথবা কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে এমডিএস (পি এন্ড এস) ১ (এক)/৩ (তিন) সদস্য বিশিষ্ট নিরপেক্ষ পুনঃমূল্যায়ন কমিটি গঠন করেন।

 

খ. গঠিত কমিটি সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীর উত্তরপত্র পুনঃমূল্যায়ন করেন।

ক. সাদা কাগজে আবেদন পত্র

২০০ টাকা কেন্দ্রের অর্থ অধিশাখায় নগদ জমা প্রদান

৭ (সাত) কর্মদিবস

১০

বিপিএটিসি’র লাইব্রেরীর সদস্যপদ প্রদান

ক. লাইব্রেরিতে অধ্যয়নের জন্য পরিচালক (এলটিএ) বরাবর আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদনকারীকে লাইব্রেরি কার্ড প্রদান করা হয়।

১. সাদা কাগজ/ইমেইলে আবেদনপত্র

বিনামূল্যে

৩ (তিন) কর্মদিবস

মোঃ মামুন-অর-রশিদ

গ্রন্থাগারিক (ডকুমেন্টেশন)

মোবাইলঃ ০১৭৪২২৫৫৩৯৫

mamun.lis@gmail.com

১১

প্রশিক্ষণার্থীদের সেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকরণ ও সুপারিশ বাস্তবায়ন

ডরমিটরিতে রক্ষিত রেজিস্ট্রার থেকে প্রাপ্ত অভিযোগ/সুপারিশের প্রয়োজনানুসারে অভযোগ নিষ্পত্তি ও সুপারিশ বাস্তাবায়ন করা হয়।

অনলাইন/হার্ড কপিতে অধিযাচন

বিনামূল্যে

তাৎক্ষণিক/১ (এক) কর্মদিবস

মোহাম্মদ সোহরাব হোসেন

সহকারি পরিচালক (ডরঃ)

০১৭১০৮৪২৭৪০
sohrab.hoshen@gmail.com

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

    Citizen Charter

      APA

        Innovation

          BPATC Online Registration

          Forms

          RPATC Online Registration

          Contact Info

          Other Important Links

          Hotline

            Korona Virus


              Total Visitors

              Total Hits:       5407458
              Unique Visits: 419918
              Today Hits:     44
              Last Updated: 02/01/2023